উত্তর : সফরে ছালাত কছর করা যায় (সূরা আন-নিসা: ১০১; ছহীহ বুখারী, হা/১০৮১)। যদি বাড়ি হতে ভ্রমণস্থল দূরে হয়; এমন দূরে যেটাকে সফর বলে গণ্য করা সম্ভব তাহলে কছর করা যাবে (ছহীহ বুখারী, হা/১০৮১)। আর সফর অবস্থায় ক্বছর ও জমা করাই উত্তম (ছহীহ মুসলিম, হা/৬৮৬)। ব্যক্তি যতদিন সফরে থাকবে ততদিন পর্যন্ত ক্বছর করতে পারবে। এ বিষয়ে নিদিষ্ট করে দিনের সংখ্যা উল্লেখ নেই।
প্রশ্নকারী : আরিফুল ইসলাম, যশোর।