উত্তর : অবশ্যই যব্হ করা যাবে এবং তার গোশতও খাওয়া যাবে। এমনকি গর্ভে থাকা বাচ্চাটিও যব্হ করে রুচি হলে খেতে হবে অথবা পুতে দিতে হবে। আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসূল (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, পশুর পেটের বাচ্চা সম্পর্কে। তিনি বললেন, ‘তোমাদের ইচ্ছে হলে সেটাও খেতে পারো’। অন্য বর্ণনায় এসেছে- كُلُوْهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهُ ‘তোমরা পেটে থাকা বাচ্চা চাইলে খেতে পার। কারণ তার মাকে যব্হ করা তাকে যব্ই করারই শামিল’ (আবূ দাঊদ, হা/২৮২৭, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : হায়াদুল ইসলাম, দিনাজপুর।