উত্তর : বাচ্চাদের চোখে কাজল দেয়াতে কোন সমস্যা নেই। তবে কপালে কালো ফোঁটা এবং কোমরে ডোরা বাঁধা যাবে না। কারণ এর দ্বারা ধারণা করা হয় যে, এগুলো বালা-মুছীবত ও বদ নযর থেকে রক্ষা করে। এই ধারণা বড় শিরকের অন্তর্ভুক্ত। এমন ধারণা না করলেও তা ছোট শিরক। তাছাড়া রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি কোন কিছু ধারণ করবে, তাকে ঐ জিনিসের কাছেই সোপর্দ করা হবে’ (তিরমিযী, হা/২০৭২, সনদ হাসান)
প্রশ্নকারী : তাসনীম আহমাদ, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।