উত্তর : বর্ণনাটি যঈফ। এর সনদে ইবনু লাহী‘আহ নামক যঈফ রাবী আছে (সিলসিলা যঈফাহ হা/৫৯৬৮)। মূলত ফরয ছালাতের পর কিংবা অন্য যেকোন অনুষ্ঠানের আগে পরে দলবদ্ধ মুনাজাত করার কোন দলীল পাওয়া যায় না। এটা প্রসিদ্ধ বিদ‘আতী আমল, যা ধর্মের নামে চালু আছে।
প্রশ্নকারী : আল-আমিন, নওগাঁ।