উত্তর : বিতর ছালাত সুন্নাত। তাতে কুনূত পড়াও সুন্নাত। যদি কেউ কুনূতে পড়তে না পারে তাহলে সে কিছুই পড়বে না। বিতরের ছালাতে দু‘আ কুনূত ছাড়া শুধু কুরআন তেলাওয়াত করার শারঈ কোন বিধান নেই। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘দু‘আ কুনূত নির্দিষ্ট না করে বরং কেউ যদি কুনূতের স্থানে কুরআন থেকেও দু‘আ পড়ে তাতেও কোন সমস্যা নেই। তবে উত্তম সেটাই যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু‘আ কুনূত হিসাবে যা শিখিয়ে দিয়েছেন তাঁর দৌহিত্র হাসান (রাযিয়াল্লাহু আনহু)-কে’ (আল-আযকার, পৃ. ৫০)।
প্রশ্নকারী : সাজিদ শাহরিয়ার, দর্শনা, চুয়াডাঙ্গা।