শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

রাসূলুল্লাহ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা


 (১৮তম কিস্তি)

যুহ্দ-১১২ : আল্লাহকে স্মরণকারী জিহ্বা, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর এবং ঈমানদার স্ত্রী হল সর্বোত্তম সম্পদ

১২৩. ছাওবান (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন,

لَمَّا نَزَلَتِ (وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ وَ لَا یُنۡفِقُوۡنَہَا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ) قَالَ كُنَّا مَعَ النَّبِىِّ ﷺ فِىْ بَعْضِ أَسْفَارِهِ فَقَالَ بَعْضُ أَصْحَابِهِ أُنْزِلَ فِى الذَّهَبِ وَالْفِضَّةِ مَا أُنْزِلَ لَوْ عَلِمْنَا أَىُّ الْمَالِ خَيْرٌ فَنَتَّخِذَهُ فَقَالَ أَفْضَلُهُ لِسَانٌ ذَاكِرٌ وَقَلْبٌ شَاكِرٌ وَزَوْجَةٌ مُؤْمِنَةٌ تُعِيْنُهُ عَلَى إِيْمَانِهِ

‘যখন এই আয়াত নাযিল হল- وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ وَ لَا یُنۡفِقُوۡنَہَا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ‘আর যারা (লোভে) স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না’ (সূরা আত-তাওবাহ : ৩৪), তখন আমরা নবী করীম (ﷺ)-এর সাথে কোন এক সফরে ছিলাম, তখন তাঁর কোন ছাহাবী বললেন, এটা সোনা-রূপা সম্পর্কে নাযিল হল, আমরা যদি জানতে পারতাম কোন্ সম্পদ উত্তম, তবে তা সঞ্চয় করতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হল আল্লাহকে স্মরণকারী জিহ্বা, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর এবং ঈমানদার স্ত্রী, যে তার স্বামীকে তার ঈমানের ব্যাপারে সাহায্য করে’।[১]

যুহদ-১১৩ : সাধ্যমত পাপ এড়িয়ে চলা

১২৪. ‘আত্বা ইবনু ইয়াসার (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত,

أَنّ النَّبِيَّ ﷺ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ ﷺ أَوْصِنِيْ قَالَ عَلَيْكَ بِتَقْوَى اللهِ مَا اسْتَطَعْتَ وَاذْكُرِ اللهَ عَزَّ وَجَلَّ عِنْدَ كُلِّ حَجَرٍ وَشَجَرٍ وَإِذَا عَمِلْتَ سَيِّئَةً فَأَحْدِثْ عِنْدَهَا تَوْبَةً السِّرُّ بِالسِّرِّ وَالْعَلَانِيَةُ بِالْعَلَانِيَةِ

‘নবী করীম (ﷺ) মু‘আয (রাযিয়াল্লাহু আনহু)-কে ইয়ামানে (গভর্নর হিসাবে) প্রেরণ করার সময় মু‘আয (রাযিয়াল্লাহু আনহু) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে কিছু উপদেশ দিন। নবী করীম (ﷺ) বললেন, সামর্থের সবটুকু দিয়ে আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাক; প্রত্যেক বৃক্ষ ও পাথরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর যিকর কর এবং কোন মন্দ কাজ করে ফেললে সাথে সাথে তওবাহ কর। গোপন পাপের তওবাহ কর গোপনে আর প্রকাশ্যে পাপের তওবাহ কর প্রকাশ্যে’।[২]

যুহ্দ-১১৩ : আল্লাহর যিকির ও নবী করীম (ﷺ)-এর উপর দরূদ পাঠ না করলে জান্নাতে প্রবেশের পরেও তারা আফসোস করবে

১২৫. আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন,

مَا قَعَدَ قَوْمٌ مَقْعَدًا لَا يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ وَيُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ إِلَّا كَانَ عَلَيْهِمْ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ وَإِنْ دَخَلُوا الْجَنَّةَ لِلثَّوَابِ

‘মানুষের কোন একটি বৈঠকও যদি আল্লাহর যিকির ও নবী করীম (ﷺ)-এর উপর ছালাত (দরূদ) পাঠ থেকে বঞ্চিত থাকে, ক্বিয়ামতের দিন সেই বৈঠকটি হবে বৈঠকে অংশগ্রহণকারী সকলের জন্য চরম আফসোস বিষয়; যদিও ছাওয়াবের বিনিময়ে জান্নাতে প্রবেশ করে’।[৩]

যুহ্দ-১১৪ : সর্বোত্তম কাজ হল লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা

১২৬. আবূ যার গিফারী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে কিছু উপদেশ দিন। জবাবে তিনি বললেন,

إِذَا عَمِلْتَ سَيِّئَةً فأَتْبِعْهَا حَسَنَةً تَمْحُهَا قَالَ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ ﷺ أَمِنَ الْحَسَنَاتِ لَا إِلَهَ إِلَّا اللهُ قَالَ هِىَ أَفْضَلُ الْحَسَنَاتِ

‘কোন মন্দ কাজ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে একটি ভাল কাজ সম্পাদন কর, তাহলে তা মন্দকে মুছে দিবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! ‘লা-ইলা-হা ইল্লাল্লা-হ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোন মা‘বূদ নেই পাঠ করা কি ভালো কাজের অন্তর্ভুক্ত? তিনি বললেন, এটা ভালো কাজসমূহের মধ্যে সর্বোত্তম’।[৪]

(চলবে ইনশাআল্লাহ)

তথ্যসূত্র :
[১]. মুসনাদে আহমাদ হা/২২৪৪৬; তিরমিযী হা/৩০৯৪; ইবনু মাজাহ হা/১৮৫৬; মিশকাত, হা/২২৭৭, সনদ ছহীহ।
[২]. মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/৩৫৪৬৬; জাম‘ঊল জাওয়ামিঊ, হা/২২৫; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/৩৩২০।
[৩]. মুসনাদে আহমাদ, হা/৯৯৬৬; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৭৬।
[৪]. মুসনাদে আহমাদ, হা/২১৫২৫; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৩১৬২।




প্রসঙ্গসমূহ »: নবী-রাসূল
রাসূলুল্লাহ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (২০তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা - আল-ইখলাছ ডেস্ক
আদম (আলাইহিস সালাম) -এর দুনিয়াবিমুখতা - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা (৪র্থ কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (৯ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
নূহ (আলাইহিস সালাম)-এর দুনিয়াবিমুখতা - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১১তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা (১৩তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১০ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা (৫ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
রাসূলুল্লাহ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা (১৫তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা (১২তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ