বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

রাসূলুল্লাহ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা


(১৯তম কিস্তি)

যুহ্দ-১১৫ : অল্প হাসা আর অধিক ক্রন্দন করা

১২৭. আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَوْ تَعْلَمُوْنَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيْلًا وَلَبَكَيْتُمْ كَثِيْرًا ‘আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে অল্প হাসতে এবং অধিক কাঁদতে’।[১]

যুহ্দ-১১৬ : জরাজীর্ণ পোশাকেই কল্যাণ, অভিজাত পোশাকে নয়

১২৮. আবূ যার গিফারী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন,

يَا أَبَا ذَرٍّ انْظُرْ أَرْفَعَ رَجُلٍ فِى الْمَسْجِدِ قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَجُلٌ عَلَيْهِ حُلَّةٌ قَالَ قُلْتُ هَذَا قَالَ قَالَ لِىَ انْظُرْ أَوْضَعَ رَجُلٍ فِى الْمَسْجِدِ قَالَ فَنَظَرْتُ فَإِذَا رَجُلٌ عَلَيْهِ أَخْلَاقٌ قَالَ قُلْتُ هَذَا قَالَ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهَذَا عِنْدَ اللهِ أَخْيَرُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ مِلْءِ الْأَرْضِ مِنْ مِثْلِ هَذَا

‘হে আবূ যার! মসজিদে সবচেয়ে পরিপাটি লোকটির দিকে তাকাও। আমি তাকিয়ে দেখলাম, সবচেয়ে নগণ্য ব্যক্তিটি বহু পুরাতন ও জরাজীর্ণ জামা গায়ে দিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এ সবের উদ্দেশ্য কী? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘দুনিয়া-ভর্তি এরূপ উৎকৃষ্ট মানের পোশাকধারীর তুলনায় এই পুরাতন জরাজীর্ণ পোশাকধারী ক্বিয়ামতের দিন আল্লাহ তা‘আলার দৃষ্টিতে অধিক উত্তম’।[২]

যুহ্দ-১১৭ : পরকালের আরাম আয়েশই প্রকৃত আরাম আয়েশ

১২৮. আব্দুল্লাহ ইবনুল হারিছ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّ عَلَى رَحْلٍ قَالَ فَاهْتَزَّ بِهِ فَقَالَ لَبَّيْكَ إِنَّ الْعَيْشَ عَيْشُ الْآخِرَةِ

‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উটের পিঠে সওয়ার হয়ে হজ্জ সম্পাদন করেছেন। উটটি এদিক সেদিক দুলতে থাকলে নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘হে আল্লাহ! আমি হাজির। পরকালের আরাম-আয়েশই প্রকৃত আরাম-আয়েশ’।[৩]

যুহ্দ-১১৮ : দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাতস্বরূপ

১২৯. আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, اَلدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ ‘দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাতস্বরূপ’।[৪]

যুহ্দ-১১৯ : আল্লাহ তা‘আলার জন্য নিবেদিত নয় এমন প্রত্যেক জিনিসই অভিশপ্ত

১৩০. আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُوْنَةٌ مَلْعُوْنٌ مَا فِيْهَا إِلَّا ذِكْرُ اللهِ وَمَا وَالَاهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ

‘সাবধান! নিশ্চয় দুনিয়া অভিশপ্ত, তার মধ্যে যা কিছু আছে তন্মধ্যে আল্লাহর যিক্র ও আল্লাহ যা কিছু পসন্দ করেন এবং জ্ঞানী ও জ্ঞান অন্বেষণকারী ব্যতীত সব কিছুই অভিশপ্ত’।[৫]

যুহ্দ-১২০ : অধিক জীবনোপকরণ মানুষকে দুনিয়ার প্রতি আসক্ত করে তোলে

১৩১. আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوْا فِي الدُّنْيَا ‘তোমরা বাগ-বাগিচা এবং ক্ষেত-খামার গ্রহণ কর না। ফলে তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে’।[৬]

যুহ্দ-১৩২ : কাঠের ঘর মেরামত করাও অপসন্দনীয়

১৩২. আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন,

مَرَّ عَلَيْنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُعَالِجُ خُصًّا لَنَا فَقَالَ مَا هَذَا فَقُلْنَا قَدْ وَهَى فَنَحْنُ نُصْلِحُهُ قَالَ مَا أُرَى الْأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ

‘একদা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমতাবস্থায় আমরা একটি কাঠের ঘর মেরামত করছিলাম। তিনি জিজ্ঞেস করলেন, ‘এটি কী’? আমরা বললাম, ‘এটি একটি কাঠের ঘর, যা দুর্বল হয়ে গিয়েছে। তাই আমরা এটি মেরামত করছি’। তিনি বললেন, ‘এ রকম কাণ্ড দেখলেই আমি তা থেকে মুখ ফিরিয়ে নিই’।[৭]

(চলবে ইনশাআল্লাহ)


[১]. ইবনু মাজাহ, হা/৪১৯১, সনদ ছহীহ।
[২]. মুসনাদে আহমাদ, হা/২১৪৩৩; সনদ ছহীহ, ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৩২০৪।
[৩]. যাওয়াইদু মুছান্নাফ ইবনু আবী শায়বা, ১ম খণ্ড, পৃ. ২৩৬, হা/১৬১ ।
[৪]. ছহীহ মুসলিম, হা/২৯৫৬; তিরমিযী, হা/২৩২৪; ইবনু মাজাহ, হা/৪১১৩; মিশকাত, হা/৫১৫৮।
[৫]. তিরমিযী, হা/২৩২২; ইবনু মাজাহ, হা/৪১১২, সনদ হাসান।
[৬]. তিরমিযী, হা/২৩২৮; বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/১০৩৯১, সনদ ছহীহ।
[৭]. আবূ দাঊদ, হা/৫২৩৬; তিরমিযী, হা/২৩৩৫; ইবনু মাজাহ, হা/৪১৬০, সনদ ছহীহ।




প্রসঙ্গসমূহ »: জীবন কথা নবী-রাসূল
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১০ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (৯ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা (৫ম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা - আল-ইখলাছ ডেস্ক
রাসূলুল্লাহ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা (১৫তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
রাসূলুল্লাহ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১৭তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা (৪র্থ কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
রাসূলুল্লাহ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (২০তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুনিয়াবিমুখতা (৩য় কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১৪তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
রাসূলুল্লাহ (ﷺ)-এর দুনিয়াবিমুখতা (১৯তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক
মুহাম্মাদ (ﷺ) -এর দুনিয়াবিমুখতা (১২তম কিস্তি) - আল-ইখলাছ ডেস্ক

ফেসবুক পেজ