উত্তর : এগুলো করার জন্য মৃত ব্যক্তি যদি কোন নির্দেশ না দিয়ে যায়, তাহলে এজন্য তিনি ছাড় পাবেন। যারা এগুলোর আঞ্জাম দিবে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে (সূরা আন-নিসা : ১১৫)। তবে নির্দেশ বা উৎসাহ দিলে মৃত ব্যক্তিকে শাস্তি পেতে হবে। নিম্নের হাদীছের অর্থ এটাই। মুগীরা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, اَلْمَيِّتُ يُعَذَّبُ فِىْ قَبْرِهِ بِمَا نِيْحَ عَلَيْهِ ‘মৃত ব্যক্তিকে কবরে শাস্তি পেতে হয় যদি তার জন্য পরিবারের কেউ কান্নাকাটি করে’ (ছহীহ মুসলিম, হা/৯২৭)। উল্লেখ্য যে, হাদীছে ‘কান্নাকাটি’ বলতে জাহেলী যুগে যে কান্না চালু ছিল, যাকে ‘নিয়াহা’ বলে, সেটাকেই বুঝানো হয়েছে। যা সম্পূর্ণ নিষেধ।
প্রশ্নকারী : মুনীর বিন আব্দুল হামীদ, বিক্রমপুর, মুন্সিগঞ্জ।