উত্তর : বর্ণনাটি জাল (যঈফ তিরমিযী, হা/১৭২; ইরওয়াউল গালীল, হা/২৫৯; মিশকাত, হা/৬০৬; বঙ্গানুবাদ মিশকাত, হা/৫৫৮, ২য় খণ্ড, পৃ. ১৭৯)। এর সনদে ইয়াকূব বিন ওয়ালীদ মাদানী নামে একজন মিথ্যুক রাবী আছে (তাহক্বীক্ব মিশকাত, হা/৬০৬-এর টীকা দ্র., ১/১৯২ পৃ.)।
প্রশ্নকারী : হাফেয রহমাতুল্লাহ, মৌলভীবাজার।