উত্তর : যাবে। যদি সেখানে আওয়ায পৌঁছানো যায় এবং ইমামের অনুসরণ করা সম্ভব হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,
صَلَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ حُجْرَتِهِ وَالنَّاسُ يَأْتَمُّوْنَ بِهِ مِنْ وَّرَاءِ الْحُجْرَةِ
‘রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ঘরে ছালাত আদায় করতেন এবং লোকেরা ঘরের বাইরে থেকে তাঁর ইক্বতিদা করত’ (আবূ দাঊদ, হা/১১২৬; মিশকাত, হা/১১১৪, সনদ ছহীহ)। এমনকি মসজিদের মধ্য ইমামের পিছনে পুরুষের কাতারের এক পার্শ্বে পর্দার মধ্যেও কাতারবন্দী হয়ে মহিলারা ছালাত আদায় করতে পারবে (শায়খ ওছায়মীন, ফাতাওয়া আরকানুল ইসলাম, ‘মহিলাদের কাতারের হুকুম’ অনুচ্ছেদ, পৃ. ৩১০-৩১১)।