উত্তর : শুরুতে ‘বিসমিল্লাহ’ এবং শেষ আলহামদুলিল্লাহ একবার বললেই সুন্নত আদায় হয়ে যাবে, একাধিক বার বলার প্রয়োজন নেই (ছহীহ মুসলিম, হা/২০১৭, ২৭৩৪; তিরমিযী, হা/১৮১৬; মিশকাত, হা/৪২৩৭)। কেউ যদি একাধিকবার আল-হামদুলিল্লাহ বলে তাতেও কোন সমস্যা নেই।
প্রশ্নকারী: খাইরুল ইসলাম, দিনাজপুর।