উত্তর : সুগন্ধি ও আতর দুনিয়ার ভোগ্যসামগ্রী ও শোভা। নবী (ﷺ) বলেন, দুনিয়ার ভোগ্য জিনিসের মধ্যে আতর তাঁর কাছে খুবই প্রিয় (নাসাঈ, হা/৩৯৩৯)। নিঃসন্দেহে বাস্তবতা হচ্ছে নিম্ন দামের সুগন্ধির চেয়ে উচ্চমূল্যের সুগন্ধির ঘ্রাণ হৃদয়গ্রাহী ও দীর্ঘমেয়াদি। এ কারণে দামী সুগন্ধি ক্রয় করা অপচয় হিসাবে গণ্য হবে না। তবে দামী সুগন্ধি ক্রয় করার মত অর্থ তার কাছে না থাকলে এর জন্য ঋণ করা উচিত নয়। এতে গর্ব, অহংকার ও বড়াই করা যাবে না (আল-লিক্বা আশ-শাহরি, পৃ. ৩৭, প্রশ্ন নং-১৬)।
শায়খ উছায়মীন বলেন, সুগন্ধির ব্যাপারে বক্তব্য হল, কোন মানুষ যদি বিত্তবান হয় এবং তিনি যদি ভালমানের দামী সুগন্ধি ক্রয় করেন তাহলে সেটি অপচয় হিসাবে গণ্য হবে না। বিশেষতঃ ভালোমানের সুগন্ধির ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকে এবং ঘ্রাণ হৃদয়গ্রাহী হয়। আর যদি মধ্যবিত্ত শ্রেণী ও গরীব শ্রেণীর মানুষ হয়, তাহলে এমন ব্যক্তির জন্য এ ধরণের সুগন্ধি ক্রয় করা অপচয় হিসাবে গণ্য হবে। আল্লাহই সর্বজ্ঞ’ (লিক্ব আল-বাব আল-মাফতূহ, প্রশ্ন নং-২৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৭০১১)।
প্রশ্নকারী : তানভীর আহমাদ, চাঁপাইনবাবগঞ্জ।