উত্তর : সূরা আল মায়েদার ৫নং আয়াতের হুকুম অনুসারে জমহূর বিদ্বান জায়েয বলেছেন (আল-মুগনী, ৭/৯৯ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আহলে কিতাবের এমন নারী যে অন্যায়-অশ্লীল কাজ থেকে বিরত থাকে তার সাথে বিবাহ বৈধ। কেননা আল্লাহ তা‘আলা তাদের স্ত্রী ও খাবার আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু যদি বর্তমান যুগে তার সাথে বিয়ের কারণে দ্বীনের ক্ষতির আশঙ্কা থাকে যেমন সন্তানাদি তার মতই থেকে যাবে মুসলিম হবে না বা সে নিজেও তার দ্বারা প্রভাবিত হতে পারে সে ক্ষেত্রে বিবাহ করা যাবে না (ফাতাওয়া ইসলামিয়া, ৩/১৭২ পৃ.)।
প্রশ্নকারী : মুরাদ, ধামরাই, ঢাকা।