উত্তর : বর্ণনাটি মাওযূ‘ বা বানাওয়াট (তাদরীবুর রাবী, ২য় খণ্ড, পৃ. ৭৫; মুহাম্মাদ ইবনু মুকাররম ইবনু মানযূর আল-আফরীক্বী আল-মিছরী, মুখতাছার তারীখু দিমাস্ক, ৭ম খণ্ড, পৃ. ১৮৭)। উল্লেখ্য যে, উক্ত বর্ণনা ত্রুটিপূর্ণ হলেও আহলেহাদীছদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে কুরআন ও ছহীহ হাদীছে আরো অনেক দলীল বর্ণিত হয়েছে (সূরা আল-আ‘রাফ : ১৮১; সূরা বানী ইসরাঈল : ৭১; ছহীহ মুসলিম, হা/১৯২০; বিস্তারিত দ্র : সিলসিলা ছহীহাহ, হা/২৭০)।
প্রশ্নকারী : মুহাম্মাদ হাফীযুর রহমান, মহাদেবপুর, নওগাঁ।