উত্তর : উক্ত কথা ঠিক নয়। কারণ ই‘তিকাফ একটি সুন্নাত ইবাদত, যা করলে ছাওয়াব আছে, না করলে গুনাহ নেই (উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ২০তম খণ্ড, পৃ. ১২৬)। উল্লেখ্য যে, এটাকে ‘ফরযে কেফায়াহ’ বলারও কোন দলীল নেই।
প্রশ্নকারী : আমীনুর রহমান, রাজনগর, সাতক্ষীরা।