উত্তর : হাই উঠলে উক্ত দু‘আ পড়ার কোন দলীল নেই (ফাৎহুল বারী, ১০ম খণ্ড, পৃ. ৬১১-১৩, হা/৬২২৬-এর ব্যাখ্যা দ্র.)। তবে হাই উঠলে যথাসম্ভব হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। কেননা যখন কেউ হাই তুলে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে (ছহীহ বুখারী, হা/৬২২৬; মিশকাত, হা/৪৭৩২)।
প্রশ্নকারী : আব্দুল মুমিন, সিরাজগঞ্জ।