উত্তর : ছালাতুর রাগায়েব বিদ‘আতী ছালাত। রজব মাসে যত বিদ‘আত সংঘটিত হয় তার মধ্যে একটি। রজব মাসের প্রথম জুম‘আর রাত্রে মাগরিব ও এশার মাঝে যে ছালাত পড়া হয়, বিদ‘আতীরা এর নাম দিয়েছে ‘ছালাতুর রাগায়েব’। এর আগে রজব মাসের প্রথম বৃহষ্পতিবারে ছিয়াম রাখা হয়।
হিজরী ৪৮০ সালের পরে বায়তুল মুক্বাদ্দাসে সর্বপ্রথম এ বিদ‘আত চালু হয়। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), ছাহাবায়ে কেরাম, উত্তম তিন যুগের মানুষ কিংবা ইমামগণ এটি করেছেন মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না। তাই এই ছালাত পড়া যাবে না (ইমাম নববী, আল-মাজমূ‘, ৩ খণ্ড, পৃ. ৫৪৮)।
প্রশ্নকারী : আবিদুর রহমান, সিলেট।