উত্তর : সকাল সকাল কাজ করতে রাসূল (ﷺ) উদ্বুদ্ধ করেছেন। তার অর্থ এ নয় যে, সে সময় কাজ না থাকলেও কাজ করতে হবে। আলী (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ দু’আ করতেন যে, اللهُمَّ بَارِكْ لِأُمَّتِيْ فِيْ بُكُوْرِهَا ‘হে আল্লাহ! আমার উম্মত দিনের শুরুতে যে কাজ করবে, তাতে বরকত দাও’ (মুসনাদে আহমাদ, হা/১৩২৩, ১৩২৯, ১৩৩১, ১৩৩৯)।
প্রশ্নকারী: মুহাম্মাদ জুবাইর আলম চৌধুরী, নেত্রকোনা।