উত্তর : হাদীছটি যঈফ। এর সনদে ‘আবূ শুজা‘ ও ‘আবূ ত্বাইয়িব’ নামে দু’জন রাবী মুনকার ও অপরিচিত (সিলসিলা যঈফাহ, হা/২৮৯)। ইবনুল জাওযী এবং ইমাম আহমাদ (রাহিমাহুমাল্লাহ) বলেন, হাদীছটি মুনকার (ফাইযুল ক্বাদীর, হা/৮৯৪২)। এই হাদীছের উপর আমল করা যাবে না।
প্রশ্নকারী : রেযাউল করীম, রাজশাহী।