উত্তর : আরবী নতুন বছর বা মাস শুরু হলে ছাহাবায়ে কেরাম নিম্নের দু‘আ পড়তেন-
اَللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيْمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَجَوَازٍ مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ
উচ্চারণ : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আম্নি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া জাওয়াযিম মিনাশ শায়ত্বান, ওয়া রিযওয়ানিম মিনার রহমান।
অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করুন। শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি এবং রহমানের সন্তুষ্টির প্রতীক করুন।
ছাহাবায়ে কেরাম যেমন গুরুত্বের সাথে কুরআন শিক্ষা করতেন, তেমনি উক্ত দু‘আ শিক্ষা করতেন (বাগাভী, মু‘জামুছ ছাহাবা, ৩/৫৪৩ পৃ.; ছহীহ মাওকূফ, আল-ইছাবাহ, ৬/৪০৭ পৃ.)। তাই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও নিরাপত্তা লাভের জন্য দু‘আটি সবারই পড়া উচিত। উল্লেখ্য যে, মারফূ‘সূত্রে যে বর্ণনা এসেছে, তা যঈফ (মু‘জামুল আওসাত্ব, হা/৬২৪১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ তাহনীন, ঢাকা।