উত্তর :উক্ত ইমামের পিছনে ছালাত পড়লে ছালাত হবে, তবে ফাসিক ও বিদ‘আতীর পিছনে ছালাত আদায় করা মাকরূহ। রাসূল (ﷺ) বলেন, ইমামগণ ছালাতে ভুল করলে তোমাদের রয়েছে নেকী ও তাদের জন্য রয়েছে গোনাহ’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)। এমতাবস্থায় মুক্তাদীর ছালাত কবুল হবে। যুহরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘বাধ্যগত অবস্থায় ব্যতীত আমরা এমন ইমামের পিছনে ছালাত আদায় জায়েয মনে করতাম না’ (ছহীহ বুখারী, হা/৬৯৫-৯৬)।
মনে রাখা আবশ্যক, যে ইমাম বিশ্বাস করে, আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, যে তাবীযের ব্যবসা করে, মাযারপূজা, কবরপূজা, পীরপূজা করে, তার পিছনে ছালাত হবে না। কারণ এগুলো কুফরী আক্বীদা। উল্লেখ্য, যদি আপনি এমন কোন মসজিদে যেতে পারেন যেখানে বিদ‘আত নেই, যে মসজিদের ইমাম বিদ‘আতের দিকে আহ্বান করে না সেটা ভাল। যদি না যেতে পারেন অথবা কাছাকাছি অন্য কোন মসজিদ না থাকে, তাহলে উল্লেখিত কারণে জামা‘আত ত্যাগ করা জায়েয হবে না।
প্রশ্নকারী : মাস্টার খান হারুন, ফরিদগঞ্জ, চাঁদপুর।