উত্তর : তাদের উক্ত দাবী সঠিক নয়। কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম (আলাইহিস সালাম)। আর তিনি প্রথম ইসলামেরই দাওয়াত দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘হে মানবসম্প্রদায়! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন ও তাঁর থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং যিনি তাঁদের দু’জন থেকে বহু নর-নারী (পৃথিবীতে) বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার দাবী কর এবং জ্ঞাতি-বন্ধন ছিন্ন করাকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ম দৃষ্টি রাখেন’ (সূরা নিসা: ১)। এখানে একটি ‘প্রাণ’ বলতে মানবকুলের পিতা আদম (রাযিয়াল্লাহু আনহুম)-কে বুঝানো হয়েছে এবং আল্লাহ তা‘আলা আদম (আলাইহিস সালাম) থেকেই তাঁর স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন (ছহীহ বুখারী, হা/৩৩৩১; ছহীহ মুসলিম, হা/১৪৬৮)। আদম (আলাইহিস সালাম) আল্লাহ তা‘আলার প্রথম সৃষ্টি ও প্রথম নাবী। আদম (আলাইহিস সালাম)-এর সৃষ্টির সময় পৃথিবীতে একটিই ধর্ম ছিল, যার নাম ‘ইসলাম’। পরবর্তীতে মূল ধর্ম ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে অসংখ্য ধর্ম তৈরি হয়েছে, যেগুলো বাতিল।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদরীস, চাঁপাইনবাবগঞ্জ।