উত্তর : পারবে। প্রথমতঃ মানুষের কর্মব্যবস্ততা থাকা স্বাভাবিক। কিন্তু সে ব্যবস্ততা যেন ফরয ইবাদত ত্যাগ করে না হয়। আর দ্বিতীয়তঃ ই‘তিকাফ রামাযানের শেষ দশদিন এবং শেষ দশদিনের যেকোন দিন বা যে কদিন পারে তা বাস্তবায়ন করতে পারবে (সূরা আল-বাক্বারাহ : ১৮৭)। ই‘তিকাফ সর্বোচ্চ ১০ দিন থেকে শুরু করে ১ দিন বা অর্ধদিনও করা যেতে পারে; বরং ইতিকাফের জন্য সর্বনি¤œ কোন সময় নির্ধারিত নয় (ফিক্বহুস সুন্নাহ, ১/৪৭৬ পৃ.; ইমাম নববী, আল-মাজমূ‘, ৬/৪৮৯ পৃ.)।
শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ই‘তিকাফ হচ্ছে আল্লাহ তা‘আলার আনুগত্যের জন্য মসজিদে অবস্থান করা, তা কম হোক বা বেশি হোক। কেননা এ বিষয়ে আমার জানা মতে এমন কিছু বর্ণিত হয়নি যা একদিন, দুইদিন অথবা তা থেকেও বেশি কোন সময়কে নির্ধারিত করা প্রমাণ করে’ (মাজমূউল ফাতাওয়া, ১৫তম খণ্ড, পৃ. ৪৪১)। তিনি আরো বলেন, وليس لوقته حد محدود في أصح أقوال أهل العلم ‘বিদ্বানগণের সর্বাধিক বিশুদ্ধ মতে এর কোন নির্ধারিত সময়সীমা নেই’ (মাজমূউল ফাতাওয়া, ১৫তম খণ্ড, পৃ. ৪৪২)।
প্রশ্নকারী : গোলাম রহমান, গাযীপুর।