উত্তর : পরিবার ও পারিবারিক জীবন প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ অংশ। তাই এমতাবস্থায় বারবার নছীহত করতে হবে। ইবরাহীম (আলাইহিস সালাম)-এর পিতা আযর ভুল করলে ইবরাহীম (আলাইহিস সালাম) তাকে বারবার সংশোধনের চেষ্টা করেছেন (মারইয়াম : ৪২-৪৫)। লূত, নূহ (আলাইহিস সালাম)-এর স্ত্রীরা বেদ্বীন থাকলেও তাঁরা সর্বদা নছীহত করেছেন। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
وَاسْتَوْصُوْا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ خُلِقْنَ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَىْءٍ فِى الضِّلَعِ أَعْلَاهُ فَإِنْ ذَهَبْتَ تُقِيْمُهُ كَسَرْتَهُ وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوْا بِالنِّسَاءِ خَيْرًا
‘তোমরা নারীদের সাথে সদ্ব্যবহার করবে। কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে আর সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের হাড়। তুমি যদি তা সোজা করতে যাও, তাহলে ভেঙ্গে ফেলবে। আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার কর’ (ছহীহ বুখারী, হা/৫১৮৬)। ইনশাআল্লাহ একদিন সে সংশোধন হবে। একান্তই সম্ভব না হলে পর্যায়ক্রমে তালাক দিয়ে ঠিক করার চেষ্টা করতে করবে। তাও সম্ভব না হলে চূড়ান্ত তালাক দিয়ে সংসার বিচ্ছিন্ন করবে (ছহীহ বুখারী, হা/৫২৭৩)।
প্রশ্নকারী : আব্দুল মুমিন সালাফী, গাইবান্ধা।