উত্তর : অবশ্যই শিরক হবে। কোমর হোক বা শরীরের অন্য স্থানে হোক না কেন যেকোন প্রকারের তাবীয শরীরে ঝুলানো শিরক। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ عَلَّقَ تَمِيْمَةً فَقَدْ أَشْرَكَ ‘যে ব্যক্তি তাবীয বাঁধলো সে শিরক করল’ (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৪৯২; ছহীহুল জামে‘, হা/৬৩৯৪)। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সেই শিরকের গুনাহ একনিষ্ঠ তওবাহ ব্যতীত ক্ষমা করা হবে না (সূরা আন-নিসা : ১১৬ ও ৪৮; ছহীহ বুখারী, হা/১২৩৮; ছহীহ মুসলিম, হা/৯২; মিশকাত, হা/৩৮)।
প্রশ্নকারী : আব্দুর রশীদ, যশোর।