উত্তর : ফেরেশতাগণের অবস্থান মূলত আসমানে (সূরা আশ-শূরা : ৫; সূরা ফুছছিলাত : ৩৮)। তবে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আল্লাহর নির্দেশক্রমে আসমান থেকে পৃথিবীর দিকে অবতরণ করেন (সূরা মারিয়াম : ৬৪; আল-ক্বদর : ৩-৫; তিরমিযী, হা/২৩১২; হাকেম, হা/৩৮৮৩; মুসনাদে আহমাদ, হা/২১৫৫৫; মিশকাত, হা/৫৩৪৭; সিলসিলা ছহীহাহ, হা/১৭২২)।