উত্তর : মেয়ে বা ছেলে কারো কানে আযান দেয়ার প্রয়োজন নেই। কারণ এ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ। উক্ত বর্ণনার সনদে ‘আসেম বিন উবাইদুল্লাহ নামক বর্ণনাকারী যঈফ (তিরমিযী, হা/১৫১৪; আবূ দাঊদ, হা/৫১০৫)। উল্লেখ্য, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাসান (রাযিয়াল্লাহু আনহু)-এর এক কানে আযান অন্য কানে ইক্বামত দিয়েছিলেন মর্মে বর্ণিত হাদীছটি জাল (বায়হাক্বী, হা/৮২৫৪; ইরওয়াউল গালীল, ৪র্থ খণ্ড, পৃ. ৪০১-৪০২, হা/১১৭৪-এর আলোচনা দ্র.)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, উক্ত হাদীছের হাসান ইবনু সাইফ নামক বর্ণনাকারী ‘কাযযাব’ তথা মহা মিথ্যাবাদী (তারীখুল কাবীর, ২য় খণ্ড, পৃ. ২৯৯)। ভূমিষ্ট সন্তানের কানে আযান বা ইক্বামত দেয়া সংক্রান্ত যে সমস্ত হাদীছ এসেছে তার সবগুলোই যঈফ অথবা জাল (সিলসিলা যঈফাহ, হা/৩২১)।
প্রশ্নকারী : সুলতান আহমাদ, ঢাকা।