উত্তর : কুরআন ও ছহীহ হাদীছের আলোকে মুহাম্মাদ (ﷺ) যে শ্রেষ্ঠত্বের কথা বর্ণিত হয়েছে তা বর্ণনা করাতে দোষের কিছু নেই। আল্লাহ তা‘আলা বলেন, تِلۡکَ الرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَہُمۡ عَلٰی بَعۡضٍ ‘ঐ রাসূলগণ, আমরা তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি’ (সূরা আল-বাক্বারাহ : ২৫৩)। আর অবশ্যই আল্লাহ তা‘আলা সকল নবীর চেয়ে আমাদের নবীর বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ফযীলত দিয়েছেন, যা অন্য নবীকে দেননি। তবে বর্ণনার দ্বারা কোন নবী ও রাসূলের মান সম্মান খাটো করা উদ্দেশ্য হয় তাহলে তা নিষিদ্ধ।
প্রশ্নকারী : মুহাম্মাদ জাহিদ, নরসিংদী।