উত্তর : দুই রাক‘আত ছালাত শেষে রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠিয়ে পুরোপুরি সোজা হয়ে বসতেন। সে সময় বাম পা বিছিয়ে তার উপর বসতেন এবং ডান পা খাড়া করে (পায়ের আঙুলগুলো ক্বিবলামুখী করে) বসতেন। বসা অবস্থায় দুই হাত উরুতে রাখতেন (নাসাঈ, হা/১২৬৪; তিরমিযী, হা/২৯২)। অর্থাৎ দুই রাক‘আত বিশিষ্ট ছালাতে ‘তাওয়াররুক’ করতে হবে না। শুধু দুই তাশাহ্হুদ বিশিষ্ট ছালাত তথা তিন ও চার রাক‘আত বিশিষ্ট ছালাতে ‘তাওয়াররুক’ করতে হবে।
প্রশ্নকারী : মুহাম্মাদ সামী, জুবলী ট্যাংক, পাবনা।