উত্তর : বিড়ি-সিগারেট নেশা জাতীয় দ্রব্য। আর প্রত্যেক নেশাদার দ্রব্য মাত্রই হারাম (ছহীহ বুখারী, হা/৪৩৪৩-৪৩৪৪, ৬১২৪, ৭১৭২; ছহীহ মুসলিম, হা/১৭৩৩; মিশকাত, হা/৩৬৩৮)। এছাড়া হারাম বস্তু খাওয়া যেমন হারাম, তেমনি তার ব্যবসা করাও হারাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, وَإِنَّ اللهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَىْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ ‘আল্লাহ তা‘আলা যখন কোন সম্প্রদায়ের উপর কোন কিছু খাওয়া হারাম করেন, তখন তিনি তার মূল্য ভক্ষণ করা তথা ব্যবসাকেও হারাম করেন’ (আবূ দাঊদ, হা/৩৪৮৮; মুসনানে আহমাদ, হা/২২২১; সনদ ছহীহ, সহীহুল জামে‘, হা/৫১০৭)। আরো স্পষ্ট করা হয়েছে যে, إِنَّ الَّذِى حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا ‘নিশ্চয় আল্লাহ মদ পান করা হারাম করেছেন তিনি এর ব্যবসাও হারাম করেছেন’ (ছহীহ মুসলিম, হা/১৫৭৯)।
প্রশ্নকারী : খাইরুল ইসলাম, খুলনা।