উত্তর : কঠিন রোগ থেকে মুক্তির উদ্দেশ্যে ছিয়ামের অসীলায় আল্লাহর কাছে দু‘আ করা যাবে (বুখারী হা/৫৯৭৪)। কিন্তু সুস্বস্থ্যের জন্য বা শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য কেউ ছওম রাখলে তার কোন নেকী হবে না। সব ইবাদতই হবে শুধু আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ‘যে দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করেছিল আখিরাতে তা নিষ্পল হবে। আর তারা যা করত তা ছিল নিরর্থক’ (সূরা হূদ : ১৫-১৬)।
প্রশ্নকারী : মাযহারুল ইসলাম, বেড়া, পাবনা।