প্রশ্ন (৪০) : ‘তোমরা তিনটি কারণে আরবকে ভালবাসবে। প্রথমত, আমি হলাম আরবী, দ্বিতীয়ত, কুরআন মাজীদের ভাষা হল আরবী এবং তৃতীয়ত, জান্নাতীদের ভাষাও হবে আরবী। হাদীছটি কি ছহীহ?
উত্তর : বর্ণনাটি জাল। এর সনদে আলা ইবনু আমর নামে মিথ্যুক রাবী আছে। সকল মুহাদ্দিছের নিকট এটি জাল (শু‘আবুল ঈমান হা/১৪৯৬; মিশকাত হা/৬০০৬; সিলসিলা যঈফাহ হা/১২০)।