উত্তর : পড়ে পাওয়া বস্তুর ব্যাপারে নিম্নের পাঁচটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। (১) যদি সে উক্ত অর্থ সংরক্ষণ করতে এবং তার সম্পর্কে প্রচার ও ঘোষণা করে তার মালিকের কাছে পৌঁছাতে সক্ষম না হয়, তাহলে তার জন্য পড়ে থাকা অর্থ উঠানো জায়েয নয়। কেননা এটি এক প্রকারের আমানত। (২) উঠানোর পূর্বে তার পরিমাণ, প্রকার, বৈশিষ্ট্য-বিশেষণ ও আকৃতি-প্রকৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে। (৩) পূর্ণাঙ্গ এক বছর প্রচার ও ঘোষণা করতে হবে। প্রথম সপ্তাহের প্রত্যেক দিন ঘোষণা করতে হবে। অতঃপর সাধ্যানুযায়ী করতে থাকবে। (৪) যখন তার দাবীদার আসবে এবং উত্তমরূপে তার পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ও বিবরণ বর্ণনা করবে, তখন তাকে তার মাল ফিরিয়ে দিতে হবে। (৫) এক বছর প্রচার করার পরেও যদি তার মালিক না আসে, তাহলে কুড়িয়ে পাওয়া ব্যক্তিই তার মালিক হিসাবে বিবেচিত হবে। তবে খরচ করার পূর্বে তার বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ করে রাখা অপরিহার্য। যাতে পরবর্তীকালে কোন সময়ে তার মালিক আসলে তাকে তার মাল ফিরিয়ে দিতে অথবা মূল্য পরিশোধ করতে পারে (ছহীহ বুখারী, হা/৯১; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৫০৪৯)।
প্রশ্নকারী : তানযীল, নারায়ণগঞ্জ।