উত্তর : প্রথমতঃ প্রত্যেক মুমিনকে এটা বিশ্বাস করতে হবে যে, আল্লাহ তা‘আলার প্রত্যেকটি কাজে বিরাট হিকমত এবং প্রশংসনীয় উদ্দেশ্য রয়েছে। আর প্রত্যেক মানুষের জন্য তা স্পষ্ট হওয়া যরূরী নয়। এটি এক প্রকার পরীক্ষা। আল্লাহ তা‘আলা বলেন, ‘যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম’ (সূরা আল-মূলক : ২)। দ্বিতীয়তঃ কুরআন আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে। আরবী ভাষায় বহুবচন শব্দ একবচন শব্দের উপর প্রয়োগ হয়। যেমনভাবে একবচন শব্দ একবচনের উপর প্রয়োগ হয়। তবে বহুবচন শব্দ সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আল্লাহর চেয়ে সম্মানের অধিকারী কেউ নেই। সুতরাং একক এর অভিব্যক্তিটি প্রমাণ করে যে, এটি অংশীদার ছাড়া এক এবং এর গৌরব প্রমাণ করার জন্য বহুবচন শব্দের প্রবর্তন বা ব্যবহার করা হয়েছে (শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ, ফাতাওয়া ইসলাম সাওয়াল ওয়া জওয়াব, পৃ. ১৮৪২; প্রশ্ন নং-২০৯০)।
প্রশ্নকারী : বিল্লাল, ঢাকা।