উত্তর : চিকিৎসা সত্ত্বেও অবস্থার উন্নতি না হলে ছালাতের কোন ক্ষতি হবে না। একদা এক ব্যক্তি সাঈদ ইবনুল মুসাইয়িব (রাযিয়াল্লাহু আনহু)-কে জিজ্ঞেস করেন,
إِنِّيْ لَأَجِدُ الْبَلَلَ وَأَنَا أُصَلِّي أَفَأَنْصَرِفُ فَقَالَ لَهُ سَعِيْدٌ لَوْ سَالَ عَلَى فَخِذِيْ مَا انْصَرَفْتُ حَتَّى أَقْضِيَ صَلَاتِيْ
‘আমি মাযী (বীর্য বের হওয়ার পূর্বে তরল পদার্থ)-এর সিক্ততা অনুভব করি। এমতাবস্থায় আমি কি ছালাত ছেড়ে দিব? তিনি বললেন, আমার উরুর উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হয়। তথাপিও আমি ছালাত পরিত্যাগ করি না’ (মুওয়াত্ত্বা মালেক, হা/১২৪)। মুস্তাহাযা মহিলা (মাসিকের নির্ধারিত সময়ের পর যাদের ঋতুস্রাব হয়) কিংবা ফোঁটা ফোঁটা পেশাব অথবা বায়ূ নির্গত হয় এমন নারী-পুরুষ প্রত্যেক ছালাতের জন্য ওযূ করে নিলেই যথেষ্ট হবে (আবূ দাঊদ, হা/২৮৬, সনদ হাসান; মিশকাত, হা/৫৫৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/৫১৩, ২য় খণ্ড, পৃঃ ১৪৬-৪৭)।