উত্তর : উপরিউক্ত সময়সূচী দেখে ইফতরা করা যাবে না। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর স্পষ্ট বক্তব্য হল- وَغَرَبَتِ الشَّمْسُ فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ ‘সূর্য যখনই অস্ত যাবে, তখনই ছায়েম ইফতার করবে’ (ছহীহ বুখারী, হা/১৯৫৪, ইফাবা হা/১৮৩৪, ৪/১৭১ পৃ.; মিশকাত, হা/১৯৮৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৮৮৮, ৪/২২৫ পৃ.)। তিনি আরো বলেন, لَا يَزَالُ الدِّيْنُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ لِأَنَّ الْيَهُوْدَ وَالنَّصَارَى يُؤَخِّرُوْنَ ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইহুদী-খ্রীস্টানরা ইফতার দেরীতে করে’ (আবূ দাঊদ, হা/২৩৫৩, সনদ হাসান; মিশকাত, হা/১৯৯৫; বঙ্গানুবাদ মিশকাত হা/১৮৯৮, ৪/২২৮-২৯ পৃ.)। অতএব যখনই সূর্য ডুবে যাবে তখনই ছায়েম ইফতার করবে।
প্রশ্নকারী : আহমাদ, চুয়াডাঙ্গা।