উত্তর : খাদ্যের উপর আল্লাহর নাম লেখা যাবে না। এটি আল্লাহর নিদর্শনকে অপমান করার শামিল (সূরা আল-হজ্জ : ৩২)। তাছাড়া এগুলো বিধর্মীদের সংস্কৃতি। কল্যাণের উদ্দেশ্যে কেক কাটা, মোমবাতি জ্বালানো শিরকী আক্বীদা, যা বর্জন করা আবশ্যক (সূরা আল-মায়েদা : ৫১; আবূ দাঊদ, হা/৪০৩১, সনদ ছহীহ)। বিনোদন করতে গিয়ে আল্লাহর নামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হারাম। এটা তাঁর মর্যাদার সাথে অসামঞ্জ্যপূর্ণ। অনুরূপভাবে খাওয়ার জন্য কেকটি কাটার মাধ্যমেও অপমান হয় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৯৭১৭)।
প্রশ্নকারী : মিল্লাত, রংপুর।