উত্তর : যাবে না। কারণ যা হারাম তা সকল মুসলিমের জন্যই হারাম। তাই হারাম জিনিস অন্য কোন ব্যক্তির নিকট দিয়ে হারাম চলমান রাখা যাবে না। তবে তা যদি এমন হয় আমার জন্য হারাম হলেও অন্যের জন্য হালাল, তাহলে তা অন্যের নিকট অর্থের বিনিময়ে বা হাদিয়া হিসাবে দেয়া যাবে (ছহীহ বুখারী, হা/২১০৪)।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম, ফরিদপুর।