উত্তর : বাসায় থাকার ব্যাপারে প্রতিবেশী কে সেটার প্রতি লক্ষ্য রাখা উচিত। সে কে বা কেমন? কারণ রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আল্লাহর নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হল সেই ধরণের ব্যক্তি, যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহর দৃষ্টিতে প্রতিবেশীর মাঝে উত্তম হল সেই ধরণের প্রতিবেশী, যে তার নিজের প্রতিবেশীর নিকট উত্তম’ (তিরমিযী, হা/১৯৪৪, সনদ ছহীহ)। তাই অমুসলিম, বেনামাযী ব্যক্তিদের সঙ্গ ছাড়া ভালো মুসলিমদের সাথে থাকাই উত্তম। কারণ অসৎ সঙ্গ এড়িয়ে চলার জন্য কুরআন-হাদীছে বেশ গুরুত্ব দেয়া হয়েছে (সূরা আল-ফুরক্বান : ২৭-২৮; ছহীহ বুখারী, হা/২১০১)। অমুসলিমরা মূর্তি পূজা করে। শিশু সন্তানরা সাধারণত প্রতিবেশীর নিকট থেকে সংস্কৃতি গ্রহণে অভ্যস্ত। তারা যা করবে মুসলিম সন্তানরাও হয়তো তাই শিখবে।
প্রশ্নকারী : আবু সুফিয়ান, সুত্রাপুর, ঢাকা।