উত্তর : যেকোন সময় একাকী হাত তুলে দু‘আ করা যাবে। হাত তুলে দু‘আ করার কথা হাদীছে বিভিন্নভাবে এসেছে। সালমান (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّ رَبَّكُمْ تَبَارَكَ وَتَعَالَى حَيِىٌّ كَرِيمٌ يَسْتَحْيِى مِنْ عَبْدِهِ إِذَا رَفَعَ يَدَيْهِ إِلَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا ‘নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, মহান দাতা। যখন বান্দা তার দুইহাত উঠিয়ে আল্লাহর কাছে কোন কিছু চায় আল্লাহ বান্দার হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন’ (আবু দাঊদ, হা/১৪৮৮; মিশকাত, হা/২২৪৪, সনদ ছহীহ; ছহীহ মুসলিম, হা/১০১৫; তিরমিযী, হা/২৯৮৯)। তবে ফরয ছালাত পর সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করার প্রমাণে কোন ছহীহ দলীল পাওয়া যায় না।
প্রশ্নকারী : তামান্না আফরোজা, চট্টগ্রাম।