উত্তর : এটা ভয়াবহ শিরকী আক্বীদ। এ সমস্ত বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন, বরং ঈমান ধ্বংসের অন্যতম কারণ। ইসলামের স্বর্ণযুগে পীর-মুরীদী কোন প্রথার অস্তিত্ব ছিল না। বর্তমানে কিছু স্বার্থপর লোক পীর সেজে ধর্মের নামে পেটপূজায় ব্যস্ত রয়েছে। ঐসব লোকের শিখিয়ে দেয়া এসব ভ্রান্ত আক্বীদা পরিত্যাগ করে আল্লাহ এবং তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুসরণ করতে হবে (সূরা আলে ‘ইমরান : ৩২)। উল্লেখ্য যে, এ ধরনের আক্বীদা পোষণকারী ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর পরও যদি সে ঐ কাজে লিপ্ত থাকে, তাহলে তার সাথে চলাফেরা বন্ধ করতে হবে।
প্রশ্নকারী : সোহেল, সিরাজগঞ্জ।