উত্তর : মসজিদে রাখা বাক্সগুলোর উদ্দেশ্য সাধারণত মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। এতে স্বেচ্ছায় দান করা জায়েয এবং এটি একটি নেক কাজ, যার জন্য দাতা পুরস্কৃত হবে। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি বলেছেন, ‘প্রায় মসজিদে যেসব দাতব্য বাক্স স্থাপন করা হয়, সেই অর্থ দিয়ে যারা সেখানের পরিচ্ছন্নতাকর্মী, খাদেম এবং শিক্ষা গ্রহণ করেন তাদের উপকারের জন্য সঠিক হবে না। কেননা সেগুলো এই আট শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এতে কোন যাকাত রাখা জায়েয নয়, ফরয যাকাত ব্যতীত অন্য কিছু দিয়ে এর লোকদের সাহায্য করা জায়েয (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ফৎওয়া নং-২২৮৮)। আল্লাহ তা‘আলা বলেন, وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ‘তোমরা পরস্পর সৎ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা কর’ (সূরা আল-মায়েদাহ: ২)। অন্যত্র আল্লাহ তা‘আলা বলেণ, وَ افۡعَلُوا الۡخَیۡرَ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ‘তোমরা সৎকর্ম কর, যাতে সফলকাম হতে পার’ (সূরা আল-হজ্জ: ৭৭)।
প্রশ্নকারী : মতিউর রহমান, কুড়িগ্রাম।