উত্তর : ছেলের বউ শ্বশুর-শাশুড়ির সার্বিক খিদমত না করলে অনেক সমালোচনা করা হয় এবং সবচেয়ে খারাপ বলে আখ্যায়িত করা হয়। অথচ বিষয়টি এমন নয়। বরং তাদের সাথে সুন্দর আচরণ করবে এবং সাধ্যমত সহযোগিতা করবে। সঊদী আরবের ফাতাওয়া বোর্ডের স্থায়ী কমিটি বলেন, ‘স্ত্রীর উপর তার স্বামীর পিতা-মাতার খেদমত করা ওয়াজিব নয়। কেননা তার উপর তার স্বামীর সব ধরনের খিদমত করা ওয়াজিব। তবে ন্যায়সঙ্গত এবং মানবিকভাবে স্ত্রী তাদের সাথে অবশ্যই সুন্দর ও কোমল আচরণ করবে’ (ফাতওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১৯/২৬৪-২৬৫ পৃ.)। কোন স্বামীর উচিত হবে না তার স্ত্রীকে পিতা-মাতার খিদমত করতে বাধ্য করা। তবে স্ত্রীর জন্য উচিত হল, ছাওয়াবের আশায় এবং স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক সুদৃঢ়করণের লক্ষ্যে তার পিতা-মাতার বিষয়টি খিয়াল করা, অবহেলা ও অবজ্ঞা না করা।
প্রশ্নকারী : রুবাইদা, গৌরনদী, বরিশাল।