উত্তর : অবশ্যই না। মালিকানার পূর্বে কোন পণ্য যেমন বিক্রি করতে পারে না, তেমনি বিয়ের পূর্বেই যদি কেউ নির্দিষ্ট করে কোন মেয়েকে বা কোন সম্প্রদায়ের মেয়েকে অথবা অনির্দিষ্ট করে ‘যেকোন মেয়েকে বিয়ে করলে ত্বালাক্ব হয়ে যাবে’ বলে থাকে, তাহলে ত্বালাক্ব বলে গণ্য হবে না (তুহফাতুল হাবীব, ১১/৩১ পৃ.)। রাসূল (ﷺ) বলেন, ‘আদম সন্তান যে সকল জিনিসের মালিক নন, সে সকল জিনিসের মানত জায়িয নয়, সে যার মালিক নয়, তাকে সে মুক্তি দিতে পারে না এবং তার সাথে যার বিয়ে হয়নি, তাকে সে ত্বালাক্বও দিতে পারে না’ (তিরমিযী, হা/১১৮১)। এ বিষয়ে ছাহাবী, তাবেঈসহ অধিকাংশ বিদ্বান একমত (আল-মুগনী, ২২/১৫৯ পৃ.)।
প্রশ্নকারী : সাজ্জাদ, উত্তরা, ঢাকা।