উত্তর : উক্ত দাবী সঠিক। এটা ওমর (রাযিয়াল্লাহু আনহু)-এর মন্তব্য। যেমন-
عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ خَطَبَ رَجُلٌ عِنْدَ عُمَرَ فَأَكْثَرَ الْكَلَامَ فَقَالَ عُمَرُ إِنَّ كَثْرَةَ الْكَلَامِ فِي الْخُطَبِ مِنْ شَقَاشِقِ الشَّيْطَانِ.
আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, জনৈক ব্যক্তি একদা ওমর (রাযিয়াল্লাহু আনহু) -এর সামনে অতিরঞ্জন করে বক্তব্য পেশ করল। তখন ওমর (রাযিয়াল্লাহু আনহু) বললেন, ‘নিশ্চয় বক্তাদের অতিরিক্ত কথায় শয়তানের বমির আতশবাজি রয়েছে’ (আল-আদাবুল মুফরাদ হা/৮৭৬, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : রবীউল ইসলাম, নরসিংদী।