উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কেননা হাদীছে সরাসরি নূরের তাজের কথা বর্ণিত হয়নি। বরং দুই জোড়া কাপড় পরানোর কথা এসেছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ক্বিয়ামতের দিন কুরআনের হাফেযকে তার ডান হাতে মালিকানা দেয়া হবে আর বাম হাতে দেয়া হবে স্থায়ী নে‘মত এবং তার মাথার উপর সম্মানের মুকুট রাখা হবে। আর তার মাতা-পিতাকে এমন দুই জোড়া কাপড় পরানো হবে, দুনিয়া ও এর মধ্যে যা আছে, সবকিছু দিয়েও তার সমপরিমাণ হবে না। তখন মাতা-পিতা বলবে, হে আমাদের প্রভু! আমরা এটা পেলাম কীভাবে? তখন তাদেরকে বলা হবে, তোমাদের সন্তানকে কুরআন শিক্ষা দিয়েছিলে তাই’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব ৬/৫১ পৃঃ; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৪৩৪; সিলসিলা ছহীহাহ হা/২৮২৯, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : বেলাল, কক্সবাজার সেনানিবাস, কক্সবাজার।